খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’র আলোকেই নতুন রূপরেখা: ড. মোশাররফ
রাষ্ট্রকাঠামো ও সংবিধানের সার্বিক সংস্কারের সংক্ষিপ্তভাবে রূপরেখা ঘোষণা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিস্তারিতভাবে তা উপস্থাপন করেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এ রূপরেখা ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী ও নিতাই রায় চৌধুরী প্রমুখ।
এ সময় খন্দকার মোশাররফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ‘১৯-দফা’ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি’র ‘ভিশন-২০৩০’-এর আলোকে এই রূপরেখাটি প্রস্তুত করা হয়েছে।
পরে তিনি ২৭ দফার রূপরেখা উপস্থাপন করেন। এবং বলেন, পরবর্তী যথাসময়ে অন্যান্য বিষয়ভিত্তিক সংস্কার প্রস্তাব ও উন্নয়ন কর্মসূচি প্রকাশ করা হবে।