ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র চাইলেন জেলেনস্কি

0

ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের নিয়মিত রাত্রিকালীন ভাষণে এই আহ্বান জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনকে তার আকাশসীমার নির্ভরযোগ্য সুরক্ষা, একটি নির্ভরযোগ্য বিমান প্রতিরক্ষা ঢাল দেওয়ার সুযোগ খুঁজুন। আর সেটা ঘটলেই রুশ সন্ত্রাসের প্রধান রূপ, ক্ষেপণাস্ত্র সন্ত্রাস অসম্ভব হয়ে পড়বে।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এমন দাবি করেছেন। ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহের জন্যও মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি।

টুইটারে দেওয়া পোস্টে মাইখাইলো পোডোলিয়াক বলেন, ‘অবাস্তব পরিকল্পনা সম্পর্কে কথা বলে বিভ্রান্ত হবেন না। আপনারা রুশ ফেডারেশনের সঙ্গে চুক্তিতে আসতে পারবেন না। যুদ্ধ শুধু তাদের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হওয়া উচিত।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com