আমিরের মুক্তির দাবিতে মুন্সীগঞ্জ জামায়াতের বিক্ষোভ
মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শ্রীনগর উপজেলা কেসি রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান উপজেলার লক্ষ্মীবিলাশ রাস্তার মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আমির বলেন, পুলিশ দিয়ে গ্রেফতার করে নেতাকর্মীদের ঠেকানো যাবে না। সরকার আতঙ্কিত হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। তিনি অন্যায়ভাবে গ্রেফতার বন্ধ করে সকল রাজবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।