মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, আজকে ৫১ বছরেও তা বাস্তবায়ন হয়নি: নুর

0

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ‘যেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বিসর্জন দিয়েছেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল, আজকে ৫১ বছরেও তা বাস্তবায়ন হয়নি।’

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নুর বলেন, ‘আজকের এই বিজয় দিবসে যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ পেয়েছি, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সামাজিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করা। আজকে আমরা দেখি, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। এখনও মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্য আমরা নিরসন করতে পারিনি। কাজেই আমাদের আক্ষেপ যে স্বাধীনতার একান্ন বছরেও যায়া রাজনীতিতে আছেন, আমাদের পূর্ব পুরুষ যারা রাজনিতীতে আছেন, দেশ পরিচালনা করছেন, তারা এই জায়গাটাতে এখনো সফল হননি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com