ফখরুল-আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।
আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ মামলার এফআইআরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম নেই। যাদের নাম আছে তাদের জামিন হওয়ার পরও মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন একই আদালত। এতে এটাই প্রতীয়মান হয় যে, সরকার আদালতের ওপর প্রভাব খাটাচ্ছে। এ কারণে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর হয়েছে।
আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানির সময় আইনজীবী হারুন আর রশিদ, ওমর ফারুক ফারুকী, জয়নাল আবেদীন মেজবাহ, জিয়াউদ্দিন জিয়া, মো: আক্তারুজ্জামান, মো: সগীর হোসেন লিওন, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল খালেক মিলনসহ শতাধিক বিএনপি সমর্থক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।