ফখরুল-আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর

0

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মাসুদ আহমেদ তালুকদার শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এ মামলার এফআইআরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম নেই। যাদের নাম আছে তাদের জামিন হওয়ার পরও মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন একই আদালত। এতে এটাই প্রতীয়মান হয় যে, সরকার আদালতের ওপর প্রভাব খাটাচ্ছে। এ কারণে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর হয়েছে।

আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানির সময় আইনজীবী হারুন আর রশিদ, ওমর ফারুক ফারুকী, জয়নাল আবেদীন মেজবাহ, জিয়াউদ্দিন জিয়া, মো: আক্তারুজ্জামান, মো: সগীর হোসেন লিওন, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল খালেক মিলনসহ শতাধিক বিএনপি সমর্থক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com