‘বোমা নাটকে’ আওয়ামী লীগের আসল রূপ বিশ্ব দরবারে উন্মোচিত হয়েছে: খসরু
বোমা নাটকে আওয়ামী লীগের আসল রূপ আন্তর্জাতিক মহলে উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিশ্ব দরবারে আওয়ামী লীগ বাতিল হয়ে গেছে। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
নেতাকর্মীদের অমর্যাদা করা হয়েছে উল্লেখ করে খসরু বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতাকর্মীদের যে অমর্যাদা করা হয়েছে এটা কেউ ভুলে যাবে না। রাজনীতিতে অপকর্ম করে জনগণের কাছে ফিরতে পারবে না এ সরকার।’
বিএনপির কার্যালয় ভাঙচুর প্রসঙ্গে আমির খসরু বলেন, ‘আমাদের কার্যালয়ে ভাঙ্গচুর ও গুলি করে নেতাকর্মীদের হত্যা করার ঘটনাটি কালো অধ্যায় হিসেবে লেখা হবে।’
সরকার বিদেশিদের কাছে চিঠি দিয়ে মিথ্যা পরিস্থিতি ব্যাখ্যা করছে জানিয়ে আমির বলেন, কালো পানি খাইয়ে রাতের আঁধারে বিদেশিদের কাছে নালিশ করছে ক্ষমতাসীনরা।
কোনো লোভে বিএনপির সঙ্গে জনগণ আসেনি উল্লেখ করে খসরু আরও বলেন, গণতন্ত্র ফিরে পেতে ঝুঁকি নিয়ে মানুষ সমাবেশে এসেছে।