কারাগারে ডিভিশন চেয়ে ফখরুল ও আব্বাসের রিট, আদেশ বুধবার
কারাগারে ডিভিশন চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের করা রিটের বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) দিন ঠিক করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহামদ আলীর সমন্বয়ে বেঞ্চে এ আদেশ দেওয়া হয়।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ রিট দায়ের করেন।