৭ ডিসেম্বর পুলিশ বিএনপির অফিস ভাঙচুর-লুটপাট করে বর্বরতার পরিচয় দিয়েছে: ড. মোশাররফ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, গত ৭ ডিসেম্বর পুলিশ নজিরবিহীন বর্বরতার পরিচয় দিয়েছে। তারা বিএনপির অফিস এমনভাবে ভাঙচুর-তছনছ ও লুটপাট করেছে যা আমাদের নিন্দার ভাষা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে অনেক বর্বরতার কথা শুনেছি কিন্তু এ ধরনের বর্বরতা আর দেখিনি।
সোমবার (১২ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টন কার্যালয় পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন খন্দকার মোশাররফ।
খন্দকার মোশাররফ বলেন, বিজয়ের মাসে এ ধরনের ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি। আওয়ামী লীগের পেট্রোয়া বাহিনী সরকারের পুলিশ বাহিনীর সহায়তায় ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করতে চেয়েছিল। কিন্তু কোনো ষড়যন্ত্রই সমাবেশ বন্ধ করতে পারেনি।
তিনি বলেন, এ সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। জনগণ রায় দিয়েছে। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পন্থায় এ সরকারকে প্রতিহতও করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।