জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন বিএনপির এমপিরা

0

বিএনপি’র ৭ সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর দপ্তরে রওনা হয়েছেন। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেবেন।

রোববার সকাল ১১টায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন।

বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন তার বক্তৃতায় বলেন, আমারা পদত্যাগ করে এখানে এসেছি।

অপর সদস্য রুমিন ফারহানা তার বক্তৃতায় বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে গিয়েছিলাম। সংসদে জনগণের দুর্ভোগের কথা বলা যায় না। এই পরিস্থিতিতে সংসদে থাকা আর না থাকা সমান কথা। আমরা ই-মেইল পদত্যাগ পত্র জমা দিয়েছি।

৩৫০ আসনের সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com