মিছিলে মিছিলে সমাবেশস্থলে বিএনপিপন্থি আইনজীবীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশ থেকে আসা আইনজীবীরা যোগ দিয়েছেন। মিছিলে মিছিলে তাদের সমাবেশস্থলে আসতে দেখা গেছে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে বিএনপিপন্থি আইনজীবীরা সমাবেশে প্রবেশ করেন।
এর আগে সমাবেশে যোগ দেওয়ার জন্য আসা আইনজীবীরা সকাল ৯টার পর থেকে গোলাপবাগ কমলাপুর স্টেডিয়ামের পাশে কোয়ালিটি পেট্রোল পাম্পের সামনে উপস্থিত হতে থাকেন। এরপর সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশ যান আইনজীবীরা।