আমরা ভোটের অধিকার ফিরে পেতে এ সমাবেশে এসেছি
খুলনা থেকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে এসেছেন শাহানা রহমান। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের সামনে তিনি শ্লোগান দিয়ে যাচ্ছেন। তাকে ঘিরে নেতাকর্মীরাও শ্লোগান দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমি খুলনা থেকে সাত দিন আগে ঢাকায় এসেছি। কষ্ট করে থাকতেছি।’
কেন এসেছেন এমন প্রশ্নে শাহানা বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও গণতন্ত্রকে মুক্ত করতে এসেছি। বিএনপি দেশের হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাত রক্ষা করতে আন্দোলন করে যাচ্ছে।’
তেমনি গোলাম রহমান এসেছেন নেত্রকোনা থেকে। মাথায় ধানের শীষ বেঁধে নিয়ে খালেদা জিয়ার মুক্তির শ্লোগান দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, আমি আমার ভোটের অধিকার ফিরিয়ে পেতে এ সমাবেশে এসেছি। আমি কোনো রাজনীতি বুঝি না। মানুষ অনেক কষ্টে আছে। চাউলের দাম বাড়ছে। সব সময় ভয়ে থাকতে হয়। সরকার পুলিশ দিয়ে গুলি করে মনুষ মারছে। কেউ কথা বলতে পারেন না।