সমাবেশ ঘিরে স্বাস্থ্যসেবায় কাজ করছে ড্যাবের ২ শতাধিক চিকিৎসক
মুহুর্মুহু স্লোগান আর বক্তব্যে মুখরিত হয়ে উঠেছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। সমাবেশ ঘিরে স্বাস্থ্যসেবায় কাজ করছে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই শতাধিক চিকিৎসক। সমাবেশে কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় ওষুধও সরবরাহ করছে সংগঠনটি।
শনিবার (১০ ডিসেম্বর) ভোর থেকেই স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করেছে ড্যাব। চিকিৎসক নেতারা বলছেন, চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে সরকারের পতন চান তারা।
সমাবেশকে ঘিরে ড্যাব ৭টি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করছে। তন্মধ্যে ৫টি ক্যাম্প সমাবেশস্থলে (স্টেডিয়ামের ভেতরে), বাকি ২টি ক্যাম্প পরিচালিত হচ্ছে সমাবেশের বাইরে। প্রতিটি ক্যাম্পেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা চিকিৎসা সেবাসহ সুপেয় পানি পান করতে আসছেন।