সমাবেশে জায়গা না পেয়ে বিচ্ছিন্ন অবস্থান নেতাকর্মীদের

0

সমাবেশ স্থলে জায়গা না পেয়ে আশপাশের কমলাপুর, মতিঝিল, মুগদাসহ বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে জমায়েত করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ সময় বিএনপি নেতা-কর্মীরা টেক ব্যাক বাংলাদেশ, একশন-একশন, তারেক জিয়ার একশন, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এদিকে, নানান নাটকীয়তা ও সংঘর্ষের ঘটনার পর রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। বেলা ১২টা থেকে সাড়ে চারটা পর্যন্ত সমাবেশ করার অনুমতি পেয়েছি দলটি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস কারাগারে থাকায় সমাবেশে প্রধান অতিথি করা হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। কারাগারে আছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভীও। আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com