সরকারের কোনো চক্রান্ত সফল হবে না: আফরোজা আব্বাস

0

গণগ্রেফতার করে বিএনপির জনস্রোত আটকানো যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহিলা দলের সভাপতি ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

গতকাল শুক্রবার রাত সোয়া ৮টায় গোলাপবাগ মাঠে এলে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সবাই নেতা আবার সবাই কর্মী। তাদের ওপরে হামলা-মামলা দিয়ে বিন্দুমাত্র মনোবল ভাঙতে পারবে না সরকার।

আফরোজা আব্বাস বলেন, সরকার মনে করেছিল মির্জা আব্বাস ও মহাসচিব ফখরুলসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের গ্রেফতার করে মনবল ভেঙ্গে দিবেন। কিন্তু আপনারা দেখতে পারছেন সমাবেশের আগে দিনেই মহাসমাবেশে রূপ নিয়েছে। সরকারের কোনো চক্রান্ত সফল হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com