এপিডিইউয়ের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা ফখরুল

0

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এপিডিইউয়ের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়।

সভায় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এপিডিইউয়ের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) ও বুধবার (৭ ডিসেম্বর) ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপি’র প্রতিনিধিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের বিষয়ে বিএনপি ও বাংলাদেশের গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন।

সম্মেলনে অংশ গ্রহণকারীরা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক প্লাটফর্ম হলো এপিডিইউ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com