অভিযানের নামে নেতাকর্মী আটকের অভিযোগ খুলনা মহানগর বিএনপির

0

গত ২৪ ঘণ্টায় খুলনায় বিএনপির ২৬ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে খুলনা বিএনপি। শনিবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার ( ৪ডিসেম্বর) দুপুরে কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

এ সময় তিনি অভিযোগ করেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণ-সমাবেশ বানচাল করতে বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি-বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে মহানগরীর বিভিন্ন থানায় পুলিশি অভিযানে ২৬ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, দুই নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. ইমদাদুল হক, যুবদল নেতা কামাল হোসেন, বিএনপি নেতা ইয়াসিন, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আসলাম শেখ, ছাত্রদল নেতা রাসিকুল আনাম রাসু, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, বিএনপি নেতা আরিফিন শরীফ, যুবদল নেতা শাহীন পাটোয়ারী, আল মামুন, বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ, মো. আসাদ, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম (শামীম), যুবদল নেতা মো. সেলিম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান বাদশা, শ্রমিক দল নেতা মিরাজ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রনেতা শামীম, যুবদল নেতা ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মো. মাসুদ, মো. মিঠু ও ইউসুফ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম খান ও একরামুল হক হেলাল। সূত্র: বাংলানিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com