দুপুরে বিএনপি’র জরুরি সংবাদ সম্মেলন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন হবে।
এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনের সড়কের দুইপাশে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার রাতে এই চেকপোস্ট বসানো হয়।
অন্যদিকে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি দাবি করছে সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুকুকে নিয়ে গেছে।
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসমাবেশ করার কথা রয়েছে। তবে সমাবেশের স্থান নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সরকার সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করেছে। আর বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে অনড়।