অনির্বাচিত আ.লীগ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: নজরুল

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার মনে করেছিল বাস বন্ধ করে দিলে জনগণের স্রোত ঠেকিয়ে দেয়া যাবে, কিন্তু তা হয়নি। জনগণের যখন জোয়ার উঠে তখন কেউ ঠেকাতে পারে না।

আজ শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহী নগরীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠ) বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের যখন জোয়ার উঠে তখন কেউ ঠেকাতে পারে না। সরকার মনে করেছে বাস বন্ধ করে দিলে জনগণের স্রোত ঠেকিয়ে দিবে। কিন্তু মানুষ পাঁয়ে হেঁটে সমাবেশে এসেছে। যারা আসার সবাই এসেছে। এরাই বিএনপির আসল নেতা, আসল কর্মী।’

তিনি বলেন, ‘এই সরকার বিনা ভোটের সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা দিনের ভোট রাতে করেছে। এখন সারা পৃথিবীর মানুষ সেটা জানে। ক’দিন আগে জাপানের রাষ্ট্রদূতও সেটা বলেছেন। কিন্তু সরকারের কোনো লজ্জা নেই। তবে তাদের লজ্জা থাকুক আর না থাকুক আমাদের জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার দরকার। সেজন্য আমাদের আন্দোলন করতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে।’

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আজ জনস্রোতে রাজশাহী শহরের সকল অলি-গলি স্তব্দ হয়ে গেছে। একটাই আওয়াজ উঠেছে- শেখ হাসিনার পদত্যাগ। কারণ এই সরকার দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। তাই এই সমাবেশ থেকে মানুষ জানিয়ে দিচ্ছে তারা সরকার পতনের একদফা আন্দোলনের জন্য প্রস্তুত। তারা এই সরকারকে লালকার্ড দেখিয়ে দিয়েছে।’

স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা হামলা করায় মার্চ মাসে পুরো বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। ডিসেম্বরে স্বাধীনতা অর্জন করেছিল। আমরা যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আজ ৫০ বছর পর সেই গণতন্ত্রের জন্য আমাদের আবার যুদ্ধ করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘গতকাল বিমানবন্দর থেকে রাজশাহী শহরে যখন এসেছি তখন পুলিশ আমাদের গাড়ি থামিয়ে জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছি? আমি বলেছি, আওয়ামী লীগ যে ভোট রাতে চুরি করেছে, আমরা তা ফিরিয়ে আনতে যাচ্ছি। ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম, এই বয়সে এখনো আবার যুদ্ধ করবো গণতন্ত্রের জন্য।’

এ সময় পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগ করেন তাহলে সেটা করতে পারেন। আপনার গণতান্ত্রিক অধিকার। তবে সেটা করলে পোশাক খুলে আওয়ামী লীগ করেন। তারপরে রাস্তায় আসুন। দেখি কারা জয়লাভ করে। কিন্তু আমার টাকায় আমার অস্ত্র দিয়ে হায়ানার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়বেন না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com