আ.লীগ উন্নয়নের জোয়ারের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে: ড. মঈন খান
বিএনপির সিলেটের গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের জোয়ারের কথা বলে দেশকে দুর্নীতির জোয়ারে পরিণত করেছে। আজ বাংলাদেশে গণতন্ত্র নেই। নেই জনগণের সরকার। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। স্বাধীনতার ৫০ বছর পর আজ কেন বলতে হচ্ছে, দেশে গণতন্ত্র নেই, দেশে ভোটাধিকার নেই।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন। এছাড়াও মৌলভীবাজার জেলা উপজেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, আজ দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষ এখন দিশেহারা। দরিদ্র মানুষ কী চায়, তারা কি লাখ লাখ টাকা চায়? তারা পেট ভরে তিন বেলা ভাত খেতে চায়। দরিদ্র মানুষ চায়, পাঁচ বছর পরে স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দের সরকার নির্বাচিত করবে। এক সময় আওয়ামী লীগই তো বলত, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আজ তারা এটা বলে না কেন? এখন আওয়ামী লীগ বলে, আমার ভোট আমি দেব, দিনের ভোট রাতে দেব। দিনের ভোট রাতে দিলে তো আর মানুষের ভোটাধিকার থাকে না।