১৮ নভেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

0

আগামী ১০ নভেম্বর নুর হোসেন দিবসে শ্রদ্ধাঞ্জলি ও সকাল ১১টায় পল্টন মোড়ে গণতন্ত্র সমাবেশ, আগামী ১৮ নভেম্বর নারায়ণগঞ্জে জেলা সমাবেশের মাধ্যমে ধারাবাহিক জেলা সমাবেশের কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব তথ্য জানান।

গণতন্ত্র মঞ্চ মনে করে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো এবং বিএনপির অবস্থা হেফাজতের মতো হবে— সরকারের পক্ষ থেকে এমন অবস্থান ব্যক্ত করার মধ্য দিয়ে রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ হয়ে পড়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com