আমরা সকলেই আনন্দিত, প্রধানমন্ত্রী আমাদের নাতিনের মতো ভালোবাসেন: মারিয়া মান্ডা

0

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে একের পর এক সংবর্ধনা পাচ্ছেন সাফ জয়ী নারী ফুটবল দল। তারই ধারাবাহিকতায় আজ (৮ নভেম্বর) তাদের সংবর্ধনা প্রদান করছে ঢাকা ব্যাংক।

দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করছে ঢাকা ব্যাংক। আগামীকাল (৯ নভেম্বর) সাফ জয়ী দলকে সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য মারিয়া মান্ডা। অনুষ্ঠানের আগে নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে মারিয়া বলেন, ‘ঢাকা ব্যাংক আজকে মেয়েদের সংবর্ধনা দিচ্ছে এটার জন্য আমরা কৃতজ্ঞ। ভালো কিছু করার পর তার স্বীকৃতি পেলে আরও ভালো কাজ করার আগ্রহ জন্মায়। ’

আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান। এটা তাদের কাছে বিশেষ কিছুই বলে জানিয়েছেন মারিয়া। নেপালে সাফ শিরোপা জয়ের পর তারা এই শিরোপা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চেয়েছিলেন। আগামীকাল সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। এই নিয়ে মারিয়া বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমাদের দেখা হবে। এজন্য আমরা সকলেই আনন্দিত। তিনি সবসময়ই আমাদের উৎসাহ দেন। সবসময় আমাদের পাশে থাকেন। ’

প্রধানমন্ত্রীর কাছে কোনও চাওয়া আছে কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে তার নাতিনের মতন আদর করেন। তার কাছে আমাদের কিছু চাওয়ার নেই। কারণ আমরা চাওয়ার আগেই তিনি আমাদের প্রত্যাশার চেয়ে বেশি দিয়ে থাকেন। তিনি এভাবেই সবসময় আমাদের পাশে থাকুন এটাই আমাদের চাওয়া। ’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com