‘নৌকা মার্কায়’ শিক্ষার্থীদের ভোট দেওয়ার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
শিক্ষার্থীদের প্রথম ভোট নৌকায় দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, শিক্ষার সঙ্গে সংস্কৃতির সম্মিলন ঘটাতে হবে। শুধু একাডেমিক পড়াশোনা দিয়ে জীবনে সাফল্য সম্ভব নয়। তাই সাহিত্যের প্রতি আমাদের আগামী প্রজন্মকে দৃঢ় হতে হবে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারে জেলা সাহিত্যমেলা-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।