কিশোরগঞ্জে বিএনপি-যুবদলের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

0

কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার সাহা বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।

মালায় প্রধান আসামি করা হয়েছে সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনকে।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, মো. নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল, জেলা যুবদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com