কমিটি গঠন দ্বন্দ্বে বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের তালা
বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়েছেন বঞ্চিতরা।
সোমবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে ছাত্রলীগের ফেসবুক পেইজে বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের ওই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এরপর রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় তারা টায়ার জ্বালিয়ে নব ঘোষিত কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকেন।
পরে রাত ১০টার দিকে বঞ্চিত ছাত্রলীগ নেতারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বিক্ষোভ সমাবেশ করেন তারা।