যে পরিমাণ রিজার্ভ আছে তাতে দেশে দুর্ভিক্ষ হবে না: শামীম ওসমান
যে পরিমাণ রিজার্ভ আছে তাতে বাংলাদেশ দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়া রাইফেলস ক্লাবে শ্লোগানের উদ্যোগে বীজ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
শামীম বলেন, যে পরিমাণ রিজার্ভ আছে তাতে দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রী পার্লামেন্টে চুলচেরা বিশ্লেষণ করে বক্তব্য দিয়েছেন। আমরা সবাই যেন সচেতন হই। আমরা সচেতন হলে সেটা আমাদের জন্যই ভালো। আপনি দরজা জানালায় তালা দেন যেন চোর ঘরে ঢুকতে না পারে। এটাই সচেতনতা। প্রধানমন্ত্রী কাজ করছেন যেন দেশের মানুষ খাদ্য সংকটে না পড়ে।