বাংলাদেশের ফয়সালা আগামীতে রাজপথেই হবে: মিনু

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, সামনে আরেকটি বিপ্লব হাতছানি দিচ্ছে। তারেক রহমান তার নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছেন।

এবার বিজয়ের পতাকা আমাদের নেতা তারেক রহমানকে নিয়েই আনা হবে। বাংলাদেশের ফয়সালা আগামীতে রাজপথেই হবে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডিনস কমপ্লেক্সে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতিকে নতুন করে মুক্ত করে দিয়েছে। আদর্শিক মুক্ত মানুষের সংখ্যা এদেশে শতকরা ৯০ শতাংশের বেশি। বিপ্লব ও সংহতি দিবসে যদি সুগঠিত না হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতো। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ লড়তে জানি, হাসিমুখে মরতে জানি। বার বার সেটা প্রমাণ করে গেছে আমাদের পূর্ব-পুরুষরা।

বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাসুদুল হাসান খান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com