‘খেলা হবে’ আ.লীগ প্রস্তুত: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে আগামী নির্বাচনে। আন্দোলনের বিরুদ্ধে খেলা ও মোকাবিলা দুইই হবে।
ভোট চোরের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগ প্রস্তুত। উত্তর জনপদে বাঁশের কেল্লা তৈরি করুন।
সোমবার (০৭ নভেম্বর) বিকেল ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কষ্ট লাঘব করছে। সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সাধারণ জনগণকে উস্কানি দিচ্ছে।