বিএনপিকে আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে: নানক
দেশের একটি মানুষকে আঘাত করলে বিএনপিকে শত মানুষের আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
গতকাল শনিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে প্রধান সড়কে শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নানক বলেন, এদেশের আর একটি মানুষের ওপর আঘাত করলে একশত মানুষের আঘাত নেওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই যতই ষড়যন্ত্র-বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, আমরা তা সফল হতে দেব না।