আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে: টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। বাধা দিয়ে কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির কোনো বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেশও ঠেকানো যাবে না।
বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের হোসেনপুরে তার নিজ বাড়িতে জেলার বিএনপির ১৮টি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। যখনই নিরপেক্ষ নির্বাচন হবে, তখনই বিএনপি জয়লাভ করবে।