আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে: টুকু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আন্দোলন শুরু হয়ে গেছে। বাধা দিয়ে কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপির কোনো বিভাগীয় সমাবেশ ঠেকানো যায়নি, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় সমাবেশও ঠেকানো যাবে না।

বিএনপির রাজশাহীর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার (৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের হোসেনপুরে তার নিজ বাড়িতে জেলার বিএনপির ১৮টি ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে। যখনই নিরপেক্ষ নির্বাচন হবে, তখনই বিএনপি জয়লাভ করবে।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com