বাংলাদেশে মহাদুর্যোগের নাম বিএনপি: কাদের
বাংলাদেশে মহাদুর্যোগের নাম বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেন তিনি।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের মন ভুলানো যাবে না, জনগণ বুঝে গেছে আপনারা বিছানা-বালিশ নিয়ে শুয়ে পড়েছেন, আর দাঁড়াতে পারবেন না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতা, বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড় করিয়েছেন। অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, উন্নয়নশীল দেশে পরিণত করেছেন, এখন তারা ষড়যন্ত্র করে পরিবেশ নষ্ট করতে চায়।
ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। খেলা হবে। রাজপথে খেলা হবে। অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি। এই দুর্যোগের হাত থেকে দেশকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।