নির্বাচনকে ভয় পাচ্ছে বিএনপি: মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়, তাই তারা নির্বাচনে আসতে চাচ্ছে না। আর এ জন্য বিভিন্ন অযুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়।
গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) সকালে জেলার নাজিরপুরের শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠীতে ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। বিএনপির এ নৈরাজ্য সৃষ্টির কারণে তারা আজ দেশের মানুষের কাছে ঘৃণিত। আগামীতে তারা আরও জন বিচ্ছন্ন হয়ে পড়বে।