দেশ এখন চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে: চরমোনাই পির

0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘দেশ এখন চরম সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। জাতীয় সম্পদের অপরিকল্পিত অপব্যবহারের মাধ্যমে চরম পর্যায়ের বিদ্যুৎ বিপর্যয়ের মাধ্যমে দেশের শিল্প-কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়েছে। যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করেছে। একই সমস্যাকে কেন্দ্র করে দিন দিন দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে।’

তিনি বলেন, ‘নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের নাগরিকদেরও জীবনধারণে হিমশিম খেতে হচ্ছে। আমরা বিশ্বাস করি, সুন্নাহকে উপেক্ষা করে রাষ্ট্র ও সমাজ করার কারণেই দেশের সর্বস্তরের নাগরিকদের এসব সমস্যা পোহাতে হচ্ছে। সুন্নাহর আলোকে জাতীয় সম্পদের অপব্যবহার রোধের মাধ্যমে এসব জাতীয় সমস্যা থেকে উত্তরণ সম্ভব।’

শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তন চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত জাতীয় সীরাত সম্মেলনে চরমোনাই পির এসব কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com