উন্নয়নের কল্পকাহিনী শোনাতে শোনাতে সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করবে: সুব্রত

0

গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, দেশের জনগণকে উন্নয়নের কল্পকাহিনী শোনাতে শোনাতে হঠাৎ করে দুর্ভিক্ষ আসছে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন তা লুটেরাদের লুটপাটে উৎসাহিত ও সুযোগ সৃষ্টি করবে।

শুক্রবার (৪ নভেম্বর) গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, দুর্ভিক্ষের কথায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে; তাই তারা ক্ষতিগ্রস্ত হবে। অস্থিতিশীল রাজনৈতিক সংকট সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকার দেশকে আরও গভীর সংকটে নিপতিত করবে। এ থেকে উত্তরণে সুশাসনের বিকল্প নেই। সুশাসন প্রতিষ্ঠা করার একমাত্র উপায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com