হামলার ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করলেন ইমরান
পাকিস্তান তেহরিক-ই ইনসাফের লংমার্চে নিজের ওপর হওয়া হামলার হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল দায়ী বলে উল্লেখ করেছেন ইমরান খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের মহাসচিব আসাদ ওমর। খবর দ্যা ডনের।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদি’ লং মার্চে গুলিবিদ্ধ হন ইমরান খান। ভিডিও বার্তায় তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলটির নেতারা।
ভিডিওবার্তায় আসাদ ওমর বলেন, ‘এই মুহূর্তে ইমরান খান কথা বলার মতো অবস্থায় নেই। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন— জাতির উদ্দেশে তিনি যে বার্তা দিতে চান, আমরা যেন তা আপনাদের কাছে পৌঁছে দিই।’
তিনি আরও বলেন, ‘আমাদের চেয়ারম্যান বলেছেন, হামলা যে হতে পারে এমন তথ্য তিনি আগেই পেয়েছিলেন এবং তার বিশ্বাস, ৩ জন ব্যক্তি এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই তিন ব্যক্তি হলেন শেহবাজ শরিফ, রানা সানাউল্লাহ ও মেজর জেনারেল ফয়সাল। পিটিআই অবিলম্বে এই ৩ জনের পদত্যাগ চায়। যদি তা না হয়, সেক্ষেত্রে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে।’