দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিয়ে তুলেছে পাকিস্তান
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জমিয়ে তুলেছে পাকিস্তান। নেদারল্যান্ডস বাদে গ্রুপের বাকি পাঁচ দলেরই গাণিতিক সম্ভাবনা আছে সেমিফাইনালে যাওয়ার। আজ (বৃহস্পতিবার) সিডনিতে প্রোটিয়াদের হারানোয় বাংলাদেশের সমান ৪ পয়েন্ট অর্জন করেছে পাকিস্তান। এ ছাড়া রান রেটে বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে বাবর আজমের দল।
গ্রুপ-২ তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারত, নেট রান রেটেও এগিয়ে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫ পয়েন্টের পাশাপাশি টেম্বা বাভুমার দলের নেট রান রেটও রয়েছে প্লাসের ঘরে।
এদিকে সবশেষ ম্যাচ জিতে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে পাকিস্তান। টেবিলের চারে থাকা বাংলাদেশের সমান ৪ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় সাকিব আল হাসানের দলকে টপকে গেছেন বাবররা।