জেল হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের খুঁজে বের করার দাবি মুক্তিযুদ্ধ মন্ত্রীর
জেল হত্যাকাণ্ডের পেছনের ব্যক্তিদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধু খুনিদের নয়, এসব হত্যাকাণ্ডে যারা নেপথ্যে ছিল তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না। এ জন্য জাতীয় কমিশন গঠন করা প্রয়োজন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় জেলহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।