সোনার বাংলা এখন ‘শ্মশানে’ পরিণত হয়েছে: মান্না
সোনার বাংলা ‘শ্মশানে’ পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির অবস্থা। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে। সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নাই। দুঃখের কথা শোনার মতো মানুষ নাই। বলবার জায়গা নাই।
তিনি আরও বলেন, স্বাধীনতার সময় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। স্বাধীনতার পরে সেই ঐক্য ভেঙে গেলো।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মান্না বলেন, আমরা স্বৈরাচার উৎখাত করতে চাই, কিন্তু আরেকটি স্বৈরাচারকে ক্ষমতায় আনতে চাই না।
সংবিধানের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের সেসব ধারা পরিবর্তন করতে হবে যাতে করে আর কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে। নতুন সংবিধান করতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা অর্ধেক কেটে ফেলতে হবে।