মরক্কোর বাদশাহ যাচ্ছেন না আরব শীর্ষ সম্মেলনে

0

মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে এই সম্মেলনে যেতে পারছেন না। আজ মঙ্গলবার দু’দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা সোমবার জানান, বাদশাহ সম্মেলনে যাচ্ছেন না। তিনি এর কোনো কারণ জানাননি।

বুরিতা সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে জানান, ‘মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।’

উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো ‘ভুল’ হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চায়।

অবশ্য বুরিতা জানান, আলজেরিয়ার এই ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি।

পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে।

গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।

এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে ভ্রমণ করতে নিষেধ করায় তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না।

সূত্র : মিডল ইস্ট মনিটর ও অন্যান্য

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com