কাশ্মীরে রাজনৈতিক নেতাদের মুক্তি দেয়ার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র

0

 শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারত সরকারের প্রতি এ আহ্বান জানান মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস।

অ্যালিস বলেন, ইন্টারনেট পরিসেবা আংশিক ফিরিয়ে আনাসহ জম্মু-কাশ্মীরে সম্প্রতি যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাতে আমি খুশি। সেইসঙ্গে ভারত সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের কূটনীতিকদের নিয়মিত সেখানে যাওয়ার অনুমতি দেয়া হোক। নির্দিষ্ট অভিযোগ ছাড়া সেখানে যে সমস্ত রাজনীতিককে বন্দি করা হয়েছিল, এবার ধীরে ধীরে তাদের মুক্তি দেয়ার পথে এগিয়ে যাক ভারত।

সম্প্রতি ১৫ দেশের কূটনীতিকদের সঙ্গে জম্মু-কাশ্মীর থেকে ঘুরে গিয়েছেন অ্যালিস। দিল্লিতে রাইসিনা আলোচনাতেও অংশ নিয়েছিলেন তিনি। তারপর নিজ দেশে ফিরে এমন মন্তব্য করলেন তিনি।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে ভারত গণতান্ত্রিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বিরোধীরা সব রাস্তায় নেমে এসেছেন। সংবাদমাধ্যমে তা নিয়ে জোর আলোচনা চলছে। আদালত পর্যন্তও গড়িয়েছে বিষয়টি। আইনত সকলের সমান সুরক্ষাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com