কিভাবে ভালো করতে পারি এবং জিততে পারি সেদিকেই এখন ফোকাস আমার: সাকিব

0

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকেছে। এমন অবস্থার মধ্যে আগামীকাল সোমবার হোবার্টে গড়াতে যাচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ। আজ রোববার ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

দল , টুর্নামেন্ট নিয়ে নানা প্রশ্ন হয়েছে। এক পর্যায়ে নানা প্রতিপক্ষের সঙ্গে মিডিয়াও টিম বাংলাদেশের প্রতিপক্ষ কিনা এমন প্রশ্ন হয়েছে। এর উত্তরও দিয়েছেন অধিনায়ক সাকিব,’ মিডিয়া বাড়াবাড়ি করছে কি না, এটা আপনারা ভালো বলতে পারবেন। মানুষকে বিচার করতে দেন, আমি বিচারক না হই। আমি খুব বেশি কিছু বিচার করতে পছন্দ করি না। আমার ফোকাস হচ্ছে এখন দলকে নিয়ে। আমি আশাবাদী কালকের ম্যাচ নিয়ে। কিভাবে ভালো করতে পারি এবং জিততে পারি সেদিকেই এখন ফোকাস আমার।’

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে সবশেষ দুই দল হিসেবে যুক্ত হয়েছে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়ে। তুলনামূলক দুর্বল এই দুই দলকে পাওয়ায় টাইগারদের কিছুটা স্বস্তি হয়েছে বলে মনে করেছেন অনেকে। অধিনায়ক সাকিবের মতে, ‘এই পারসেপশনও হয়তো আপনারা তৈরি করেছেন যে নেদারল্যান্ড আসাতে বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনও প্রস্তুতি নেই না; আমার মনে হয় না পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে যে কে আসলে ভালো কে আসলে খারাপ। সবসময় চেষ্টা করে দলকে জেতানোর, যেটা করা সম্ভব সেটাই করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আসলে আমরা যে প্রস্তুতি নিতাম, অন্যান্য যে দলের সঙ্গেই খেলবো একই প্রস্তুতি থাকবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com