জরিমানার মুখে রোনালদো
গেল বুধবার রাতে প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠের লড়াইয়ে কেন-সনদের ২-০ গোলে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট জিতেছে রেড ডেভিলরা। দুর্ধান্ত জয়ের ম্যাচে অপ্রত্যাশিত এক ঘটনার কারণে আলোচনায় এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবারের ঘটনাটা মাঠের কোনো বিষয় নিয়ে নয়, পুরোটাই মাঠের বাইরের।
ওল্ড ট্রাফোডের ম্যাচে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামাতে চেয়েছিলেন কোচ এরিক টেন হাগ। কিন্তু অতো অল্প সময়ের জন্য মাঠে নামতে রাজি হননি রোনালদো। তাই খেলা শেষের আগেই মাঠ ছাড়েন পর্তুগিজ এ তারকা।
এ ঘটনায় বেশ চটেছেন টেন হাগ। এমনকি বিচারের আওতায় এনেছেন রোনালদোকে। শাস্তি হিসেবে পর্তুগিজ তারকার দুই সপ্তাহের বেতন জরিমানা করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাকে অনুশীলন করতে হবে অনুর্ধ্ব-১২ দলের ফুটবলারদের সঙ্গে। শুধু তাই-ই নয় আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও জায়গা পাননি তিনি।