প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখল বাংলাদেশ
হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আফগানিস্তানের ১৬০ রানের বিপরীতে মাত্র ৯৮ রান করতে পেরেছে সাকিবরা। এতে আরও একবার বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে তারা সংগ্রহ করে ১৬০ রান। ১৭ বলে ৪১ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ৩৯ বলে ৪৬ রান।