পাকিস্তানে সবার চোখ জাতীয় পরিষদের উপ-নির্বাচনের দিকে!

0

পাকিস্তানে আজ রোববার সবার চোখ দেশটির জাতীয় পরিষদের উপ-নির্বাচনের দিকে। জাতীয় পরিষদের আটটি আসনের মধ্যে সাতটিতে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বিশ্লেষকেরা এটিকে ইমরান খানের জনপ্রিয়তার ওপর ‘গণভোট’ হিসেবে অভিহিত করেছেন।

গত ১০ এপ্রিল পার্লামেন্টারি অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর ঘুরে দাঁড়ানোর বেশ কয়েকটি চেষ্টা চালিয়েছেন ইমরান খান। আজ রোববারের উপ-নির্বাচন তারই একটি অংশ।

পাকিস্তানের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে জয়ী হলে একটি রেখে বাকিগুলো ছেড়ে দিতে হয়। পরে ওই আসনগুলোতে আবার নির্বাচন হয়।

পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগে টালমাটাল অবস্থার মধ্যে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইমরান খান সব আসনে জয়ী হলে সরকার পতন হবে- এমনটা নয়। তবে সরকারের ওপর নৈতিক চাপ সৃষ্টি হবে। সরকার পতন আন্দোলন আরো বেগবান করতে শক্তি পাবেন ইমরান খান।

সরকার বন্যার্তদের সহায়তা এবং উগ্রবাদীদের হামলার শঙ্কায় উপ-নির্বাচনগুলো আরো ৯০ দিন পেছাতে চেয়েছিল। কিন্তু দেশটির নির্বাচন কমিশন তাতে রাজি হয়নি।

উপ-নির্বাচনগুলো হবে খাইবার পাখতুনখাওয়া, পেশোয়ার, ফয়সালাবাদ, পাঞ্জাব, মুলতান, করাচিতে।

সূত্র : জিও নিউজ ও অন্যান্য

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com