তুরস্কের কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা ৪০
তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে এখনও আটকা অনেকে। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু উদ্ধারকাজ তদারকি করতে ঘটনাস্থলে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় সেখানে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। আটকে পড়া ৫৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। খনির অন্তত ৩০০ মিটার (৯৮৫ ফুট) নিচে এ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর অফিস ঘটনাটি তদন্ত শুরু করেছে। এদিকে, তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়লাখনিতে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে’।
নিখোঁজ হওয়া শ্রমিকদের স্বজনরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।