রাশিয়াকে যারা গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে তাদেরকেও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

0

রাশিয়াকে যারা গোলাবারুদ বা দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করে তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ অক্টোবর) মার্কিন ট্রেজারি বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদিয়েমো বলেছেন, ওয়াশিংটন যে এই ধরনের কঠোর পদক্ষেপ আরোপ করতে ইচ্ছুক ও সক্ষম তা স্পষ্ট করার জন্য বিভাগ নির্দেশিকা জারি করতে পারে।

তিনি বলেন, ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল এরই মধ্যে (ওএফএসি) একটি নির্দেশনা জারি করতে যাচ্ছে। সেখানে পরিস্কার করা হবে যারা রাশিয়াকে নানাভাবে সহযোগিতা করে তাদের ওপর কীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউক্রেনের প্রতি পুনরায় সমর্থন জানিয়েছেন বাইডেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলায় ১৪ জন নিহত হওয়ার ঘটনায় রাশিয়া অবশ্যই দায়বদ্ধ। এ বিষয়ে আলোচনা করতে জি৭-এর জরুরি বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে ফোন কলে বাইডেন এই প্রতিশ্রুতি দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com