পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শেহবাজকে অযোগ্য ঘোষণা করতে সুপ্রিম কোর্টে ইমরানের দল

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরিফকে অযোগ্য ঘোষণা করতে দেশটির সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। পাকিস্তানের সংবিধানের আর্টিকেল ৬২ (১)(এফ) এর অধীনে এই আবেদন দাখিল করা হয়।

শুক্রবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে বিরোধী রাজনৈতিক দল ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা আন্দলিব আব্বাস এবং হাসান নিয়াজি আইনজীবী অ্যাডভোকেট আসাদ মঞ্জুর বাটের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদনটি দায়ের করেছেন।

আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বিদেশ সফরের সময় আদালতকতৃক ঘোষিত অপরাধী এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। এতে আরও বলা হয়েছে, পাকিস্তানের একটি জবাবদিহি আদালত ইতোপূর্বে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড এবং ৮০ লাখ রুপি জরিমানা করেছে।

অভিযোগে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিদেশ সফরের সময় হুসেইন নওয়াজ, সুলেমান শেহবাজ এবং ইসহাক দারের সাথে দেখা করেছিলেন। পরে ইসহাক দারকে নিজের বিমানে করে পাকিস্তানে নিয়ে এসেছেন।

আবেদনে বলা হয়েছে, শেহবাজ শরিফের এই সমস্ত পদক্ষেপ দেশের সংবিধান এবং আইনের লঙ্ঘন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী (শেহবাজ) তার ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও উল্লেখ করা হয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, আর্টিকেল ৬২ (১)(এফ)  এর অধীনে প্রধানমন্ত্রী শেহবাজকে অযোগ্য ঘোষণা করে আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যদের তাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন ইমরানের দলের দুই নেতা আন্দলিব আব্বাস এবং হাসান নিয়াজি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com