পুতিনের সাথে বৈঠকে মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দিতে পারেন এরদোগান

0

মস্কো ধারণা করছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান কাজাখস্তানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে ইউক্রেনের সাথে আলোচনায় মধ্যস্থতার আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন।

ক্রেমলিনের এক সহকারী বুধবার এ কথা বলেছেন।

ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উষাকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, তুরস্ক মধ্যস্থতার প্রস্তাব দিচ্ছে। আলোচনা অনুষ্ঠিত হলে সেটি সম্ভবত তাদের কোনো অঞ্চল ইস্তাম্বুল কিংবা আঙ্কারায় হবে।

তিনি আরো বলেন, এরদোগান সম্ভবত কাজাখ রাজধানী আস্তানায় পুতিনের সাথে বৈঠককালে আনুষ্ঠানিক প্রস্তাব রাখবেন।

যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা আঙ্কারার সাথে কৃষ্ণসাগর তীরবর্তী উভয়দেশের সাথে সুসম্পর্ক রয়েছে। তবে দেশটি মস্কোর পশ্চিমা অবরোধ আরোপের উদ্যোগ থেকে বিরত থাকে।

এদিকে এর আগে তুরস্ক দু’বার মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। কিন্তু ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অধিভুক্তির ঘোষণা দেয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্টের সাথে আর কোনো আলোচনায় বসবেন না।

জেলেনস্কির এ অবস্থানের বিষয়ে জানতে চাইলে উষাকভ বলেন, আমি তাকে বলতে চাই, ‘কখনই না বলবেন না’।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com