ইউক্রেনের কার্যকলাপকে সন্ত্রাসের সাতে তুলনা করা যায়: মারিয়া জাখারোভা

0

ইউক্রেনের কার্যকলাপকে বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার সাথে তুলনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করার জন্য বহু বছর যাবত পশ্চিমাদের অর্থ, অস্ত্র এবং রাজনৈতিক ও গোয়েন্দা পৃষ্ঠপোষকতাকে ব্যবহার করছে।

জাখারোভা আরো বলেন, [রাশিয়া থেকে ক্রিমিয়া যাওয়ার একমাত্র সেতুতে] ইউক্রেনের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় বরং এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া যা দেশটি গত কয়েক দশক ধরে অনুসরণ করে আসছে।

গত শনিবার রাশিয়া থেকে ক্রিমিয়া উপত্যকায় যাওয়ার একমাত্র সেতুতে হামলার ফলে আগুন ধরে যায় এবং এ ঘটনায় অন্তত তিনজন নিহত হন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলাকে ‘সন্ত্রাসী তৎপরতা’ আখ্যায়িত করে বলেছেন, ইউক্রেনের বিশেষ নিরাপত্তা বাহিনী এ হামলা চালিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com