তবে কি পান্তের সঙ্গেই দেখা করতে ছুটেছেন উর্বশী?

0

ক্রিকেটে অনেক দিন ধরেই দারুণ আগ্রহ বলিউড তারকা উর্বশী রাউতেলার। গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা যায় তাকে। বিশেষ করে  ভারতীয় তারকা ব্যাটার ঋষভ পান্তকে ঘিরে উর্বশীর শিরোনামে আসা নতুন কিছু নয়। এবার এই অভিনেত্রী ছুটেছেন অস্ট্রেলিয়াতে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দেশে। 

ভারতীয় দলও এখন অবস্থান করছে অস্ট্রেলিয়াতেই। দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে নেট দুনিয়ার মানুষের মন্তব্য তবে কি পান্তের সঙ্গেই দেখা করতে ছুটেছেন উর্বশী? মাঝে অবশ্য পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে ঘিরেও আলোচনায় ছিলেন উর্বশী।

রোববার এক প্রাইভেট জেটে ছবি দিয়ে উবর্শী নিজের অস্ট্রেলিয়া পা রাখার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। বলেন,  ‘আমার ভালোবাসাকে অনুসরণ করেছি এবং সেটা আমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে এসেছে।’

এমন পোস্টের পর গুঞ্জনের পালে ফের হাওয়া দিচ্ছে পান্ত-উর্বশীর সম্পর্ক। আমিরাতে গত এশিয়া কাপের সময় ভারতের একাধিক ম্যাচে মাঠে ছিলেন উর্বশী। গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই অভিনেত্রী মাঠে উপস্থিত ছিলেন। সবশেষ এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বলিউড এই কুইনকে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গেলে মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com