টপ অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে: অধিনায়ক সাকিব আল হাসান
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা রান পেলেও কেউই খেলতে পারেননি দায়িত্ব নিয়ে।
এ নিয়েই আফসোস শোনা গেল টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে।
টপ অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ওপরের সারির প্রথম চারজনের মধ্যে অন্তত দুজনকে ভালো খেলতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত থাকতে হবে। এটি নিয়েই আমাদের অনেক কথা হচ্ছে। আশা করি সামনে ভালো হবে। ’
গত দুই বছর ধরে তিন নম্বরে খেলতে নামছেন সাকিব। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তিনি নেমেছেন সাত নম্বরে। এ নিয়ে তৃতীয়বার এই পজিশনে খেলতে নামেন সাকিব।
এ নিয়ে ম্যাচের পর ব্যাখ্যা দিয়েছেন সাকিব। বলেছেন, ‘আমার আসলে আরও উপরে ব্যাটিং করার কথা ছিল। তবে দুই স্পিনার বেশ ভালো বোলিং করছিল। তাই আমরা ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি। ’
প্রতিপক্ষের স্পিনার কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেন, ‘আমার মতে, আগেই ব্যবহৃত উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। আমরা শুরুটা ভালো করেছিলাম। কিছু বড় শট খেলার চেষ্টা ছিল। মাঝে কয়েকটি উইকেট হারিয়ে আর পথ খুঁজে পাইনি। ’